Image may be NSFW. Clik here to view. ![]() ১) বিশ্বের সর্ববৃহত বিমান বাহিনী হলো এমেরিকার ....ইউনাইটেড স্টেট এয়ারফোর্স ...এই বিমান বাহিনী ১৯৪৭ সালের ১১ ই সেপ্টেম্বর গঠন করা হয় ....ইউনাইটেড স্টেট এয়ারফোর্স এর স্লোগান হলো ...নো ওয়ান কামস টু ক্লোজ ..তাদের এতো সব অস্ত্র আর যুদ্বপ্লেন আছে যেগুলো সারাবিশ্বের সব বিমান বাহিনীর সমান... Image may be NSFW. Clik here to view. ![]() ২ ) রাশিয়ান এয়ার ফোর্স .....১৯৯১ -৯২ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর রাশিয়ান বিমান বাহিনী গঠন করা হয় ...এই বাহিনীর আসল শক্তি এখনো কি রকম তা চিন্তার বাহিরে ...তারা বিশ্বের যে কোনো স্থানে আক্রমন করার ক্ষমতা রাখে .... Image may be NSFW. Clik here to view. ![]() ৩) ইসরায়েলি এয়ারফোর্স : ১৯৪৮ সালের ২৮ শে মে তে স্বাধীনতা পাওয়ার কিছুক্ষণ পরেই এই বিমান বাহিনী গঠন করা হয় ...এই বিমানবাহিনী বিশ্বের অন্যতম বিপদজনক একটি বাহিনী . Image may be NSFW. Clik here to view. ![]() ৪) উপরের ছবিটি হলো ব্রিটেনের রয়াল এয়ারফোর্সের ...এই বাহিনী প্রথম বিশ্বযুদ্বের সময় ১৯১৮ সালের পহেলা এপ্রিল গঠন করা হয় , রয়াল নেভি এয়ার সার্ভিস আর রয়াল ফ্লাইং কর্পোরেশনকে একত্রীকরণের মাধ্যমে ... Image may be NSFW. Clik here to view. ![]() ৫ ) পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স চায়না : শক্তির দিক দিয়ে চেনার এই বাহিনী আছে পঞ্চম স্থানে ....যাদের ৩ লক্ষ ৩৩ হাজার সৈন্য এবং ২৫০০ ও বেশী যুদ্ব বিমান আছে ...এটিই এশিয়ার সর্ববৃহ বিমান বাহিনী ..১৯৪৯ সালের ১১ ই নভেম্বর এই বাহিনী গঠন করা হয় .. Image may be NSFW. Clik here to view. ![]() ৬ ) আর্মি ডেল এয়ার : এটি হলো ফ্রান্সের বিমান বাহিনী ...শক্তির অবস্থানে বিশ্বে ৬ নাম্বার স্থানে ...১৯০৯ সালে এই বিমান বাহিনী গঠন করা হয় ..এই বাহিনী বিশ্বের প্রথম প্রফেশনাল বিমান বাহিনী ..বর্তমানে ফ্রান্স বিশ্বে বিমান তৈরিতে ভালো অবস্থানে আছে ..যা এই বিমান বাহিনীর কৃতিত্ব ... Image may be NSFW. Clik here to view. ![]() ৭) ইন্ডিয়ান এয়ারফোর্স : শক্তির দিক দিয়ে ইন্ডিয়ান বিমান বাহিনী ৭ম ...এই বিমান বাহিনীকে বিশ্বের আধুনিক প্রফেশনাল বিমান বাহিনী হিসাবে গণ্য করা হয় ...১৯৩২ সালের ৮ই অক্টোবর এই বিমান বাহিনী গঠন করা হয় ...যাদের ১৭০০০০ সৈন্য ইবন ১৫০০ ও বেশী যুদ্ব বিমান রয়েছে .. Image may be NSFW. Clik here to view. ![]() ৮ ) লুফথাওয়াফে : : এটি হলো জার্মানির বিমান বাহিনী ...১৯৩৫ সালে এই বিমান বাহিনী গঠিত হয় .. Image may be NSFW. Clik here to view. ![]() ৯ ) রয়াল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স : ছোট কিন্তু খুবই ভয়ানক এই বাহিনী ...১৯৩১ সালের ২১ শে মার্চ এই বাহিনী গঠন করা হয় ... Image may be NSFW. Clik here to view. ![]() ১০ ) জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স : দ্বিতীয় বিশ্বযুদ্বের পর ১৯৫৪ সালের পর অন্য ২ টি বাহিনীকে একত্রীকরণের মাধ্যমে এই বাহিনী গঠন করা হয় ...স্কুয়াড্রন আক্রমের জন্য এই বাহিনী বিশেষ পরিচিত .... এগুলো শুধু একটু সংক্ষিপ্ত ধারণা দিলাম ........আপনাদের কাছে আরো কোনো তথ্য থাকলে যোগ করতে পারেন .. Image may be NSFW. Clik here to view. ![]() Clik here to view. ![]() |
↧