Quantcast
Channel: Truth Revealer
Viewing all articles
Browse latest Browse all 358

বাংলাদেশে জঙ্গিবাদের আমদানিকারক ও প্রতিষ্ঠাতা আওয়ামীলীগ

$
0
0


@ ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি ছাত্রলীগ নেতা মুন্সি আনিসুল ইসলামের বড়ভাই মুফতি হান্নানকে গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর ৭ নম্বর প্লটে চার হাজার ৫০০ বর্গফুট জমি বরাদ্দ দেয় আ'লীগ সরকার যেখানে বোমা তৈরির কারখানা গড়ে ওঠে। (১) 

@১৯৯৮ সালের ২৩ জানুয়ারী ওসামা বিন লাদেনের জিহাদের ডাকে সাড়া দেয় বাংলাদেশের ফজলুর রহমান, এরই ফলশ্রুতিতে বাংলাদেশে হুজি বাংলাদেশ গঠিত হয়। 


১৯৯৮ সালে আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভগ্নিপতি শায়খ আব্দুর রহমান, তার নির্বাচনী এলাকা জামালপুরে জেএমবি প্রতিষ্ঠা করে। (২) 

@ ১৯৯৯ সালে যশোর টাউন হল, খুলনার আহমাদিয়া মসজিদসহ তিনটি স্থানে বোমা হামলা চালায় হুজি। নিহত হন ২২জন।

হামলার শিকার হন কবি শামসুর রাহমান ও মুহম্মদ জাফর ইকবাল

@ ২০০০ সালের ২০ জুলাই আ'লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহর নির্দেশে কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভাস্থলে ৭৬ কেজি বোমা পুঁতে রাখে হুজি। (৩) 



২০০১ সালে রমনা-সিপিবি-গীর্জাসহ দেশজুড়ে চালানো হয় পরপর ৭টি বোমা হামলা, নিহত হন ৫৮ নাগরিক। 

@ জঙ্গিদের আশ্রয়দাতা ও হলো আওয়ামীলীগ। বগুয়ায় জঙ্গিদের আশ্রয় দেওয়ার কারণে গ্রেপ্তার হয় আওয়ামীলীগ নেতা (৪) 

@ জঙ্গি ইউসুবের পক্ষে আওয়ামী লীগ নেতার সাফাই: বরগুনায় গ্রেফতার হওয়া জঙ্গি ইউসুবের পক্ষে আওয়ামী লীগ নেতার সার্টিফিকেট দেয়ার পরও গতকাল বুধবার তাকে জামিন দেননি আদালত। জঙ্গির পক্ষে আওয়ামী লীগ নেতার সার্টিফিকেট দেয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। (৫)

সূত্র-

(১) http://bit.ly/1g3mHIq

(২) http://bit.ly/1bYVg6X

(৩) http://bit.ly/1dd6pzj 

৪) http://goo.gl/5yitp8 

৫) http://goo.gl/vw9WbL

আওয়ামীলীগের আরো কিছু জঙ্গিবাদের নমুনা দেখুন :

>> একটি লাশের বদলে দশটি লাশ চাই - শেখ হাসিনা

>> লগি বৈঠা নিয়ে বিএনপি-জামায়াতের উপর ঝাঁপিয়ে পড়তে হবে - শেখ হাসিনা

>> হরতালকারীদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে - আওয়ামী মন্ত্রী আব্দুল লতীফ সিদ্দিকী।

>> আমাকে দ্বায়িত্ব দিন বিরোধীদল নিঃশ্বেষ করে ফেলবো - আওয়ামী গডফাদার শামীম ওসমান।

>> হু ইজ বিএনপি, বিএনপি উইল বি ডেমলিশড - সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী

>> খালেদা জিয়াকে গুলি করে মারবো - আওয়ামী বন্ধু মইনুদ্দিন খান বাদল।

>> আর একটা কথা বললে তোর চোখ উপরিয়ে ফেলবো - আওয়ামী মন্ত্রী শাহজাহান খান, বিএনপি নতা ব্যারিস্টার রফিককে উদ্দেশ্য করে।

>> আন্দোলনের নামে যারা নাশকতা করবে, তাদের হাত-পা কেটে দেয়া হবে - শেখ সেলিম। 

জঙ্গিবাদের উত্থান নিয়ে দেখুন এক্সক্লুসিভ ডুকুমেন্টারী। কারা , কেন কিসের স্বার্থে বাংলাদেশে জঙ্গিবাদ আমদানি করেছিলো ? 
http://www.youtube.com/watch?v=ljgDDB-xQ_I

Viewing all articles
Browse latest Browse all 358

Trending Articles