Quantcast
Channel: Truth Revealer
Viewing all articles
Browse latest Browse all 358

সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় শতকরা ৮৩ ভাগই সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের

$
0
0
আওয়ামী লীগ সারা দেশের সংখ্যালঘু নির্যাতনের সুফল ভোগ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাইনরিটি পার্টির (বামাপা) সাংগঠনিক সম্পাদক প্রবীর মিত্র।

তিনি বলেছেন, ‘সংখ্যালঘুদের ওপর হামলার সুফল ভোগ করে আওয়ামী লীগ। যেসব সহিংসতা ঘটেছে সেসব জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে সব জায়গায়তেই প্রায় শতকরা ৮৩ ভাগই সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের।’

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং তাদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, বড় বড় রাজনৈতিক দলে যেসব হিন্দু নেতা রয়েছেন তারা শুধু নিজের জন্য সুবিধা ভোগ করছেন। সাধারণ হিন্দুদের জন্য কিছুই করেননি।’


সাংবাদিকদের এক প্রশ্নে প্রবীর মিত্র বলেন, ‘স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুদের ওপর যেসব হামলা হয়েছে তার একটারও বিচার হয়নি। সব রাজনৈতিক দল সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে শুধু ফায়দা লুটেছে। কোনো সরকারের কাছেই সংখ্যালঘুরা নিরাপদ নয়।’

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘৪৮ জেলার ২৯৫টি গ্রাম ও শহরে সেনাবাহিনী মোতায়েন ছিল। তারপরও ১১৮টি উপসনালয় ও ৪০০’র অধিক দেবমূর্তী ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, নারীদের ধর্ষণসহ হত্যাযজ্ঞ চালিয়েছে দৃর্বত্তরা।’

তিনি সরকারের কাছে ছয় মাসের মধ্য সহিংসতার শিকারদের দ্রুত আর্থিকসহ সব ধরনের সহায়তা দেয়ার দাবি জানান।

সাংবাদিক এক প্রশ্নের উত্তরে প্রবীর মিত্র বলেন, ‘স্বাধীনতার পর থেকেই এই ধরনের হামলা হচ্ছে। কিন্তু যখনই আমরা বলতে গিয়েছি তখনই আমাদের কোমর ভেঙে দেয়া হয়েছে।’

সবশেষে মাইনরটি মন্ত্রণালয় এবং সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা না করা হলে সংখ্যালঘুদের নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্টির সহসভাপতি অমরেন্দ্র মল্লিক, প্রচার সম্পাদক অনিমেষ চক্রবর্তী, অর্থ সম্পাদক সঞ্জয় কুমার প্রমুখ।  সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির সভাপতি শচীন্দ্রলাল দে। লিখিত বক্তব্যে সদ্য শেষ হয়ে যাওয়া দশম জাতীয় নির্বাচন পরবর্তী সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র তুলে ধরেন তিনি।
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDE0XzAyXzAxLTEwNS03NTM1Mg== 


http://www.banglanews24.com/new/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F/264781-%E2%80%98%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%A8%E0%A7%9F%E2%80%99.html

Viewing all articles
Browse latest Browse all 358

Trending Articles